পুলিশের অভিযানে সাতক্ষীরা সদর উপজেলায় ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে ছাত্রলীগের দুই সাবেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টায় শহর বাইপাস সড়কের বকচরা মোড়ে ইসমাইল মিষ্টি হাউস থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,১.তানভীর হোসাইন সুজন(সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি,সাবেক সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান)৷২.শেখ এহসান হাবিব অয়ন(সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক)
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং মামলা-সংশ্লিষ্ট অন্যান্য তথ্য পরে জানানো হবে।
এই গ্রেপ্তারের ফলে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। হত্যাকাণ্ডের নেপথ্য কারণ ও প্রভাব নিয়ে জেলার মানুষের মধ্যে কৌতূহল তীব্র।