বরিশালের উজিরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বিএনপি কর্মী মোফাজ্জেল হাওলাদারের ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় পূর্ব জয়শ্রী গ্রামে এই ঘটনা ঘটে। মোফাজ্জেল হাওলাদারের দাবি, মৃত মন্নান হাওলাদারের দুই ছেলে সোহাগ হাওলাদার ও সাগর হাওলাদার পূর্ব শত্রুতার জেরে তার ঘরে আগুন লাগিয়েছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুর রশিদ জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় খবর পেয়ে দুটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি টিনসেড ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
উজিরপুর থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। প্রাথমিক তদন্ত চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ঘটনাস্থল পরিদর্শন করে নিশ্চিত করেছেন যে, এটি পূর্ব শত্রুতার ফল হতে পারে। তিনি থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
সোহাগ ও সাগর হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।