জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ। তিনি হুঁশিয়ারি দেন, এই সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে দেশের প্রতিটি প্রান্তে আদিবাসীরা কঠোর আন্দোলনে নামবে।
শুক্রবার (২৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে অলিক মৃ এই বক্তব্য দেন। তিনি আরও বলেন, “১৫ জানুয়ারির হামলার পর এখনও গ্রাফিতি পুনর্বহাল করা হয়নি। সরকারের পক্ষ থেকে কেবল বিবৃতি দিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা করা হচ্ছে। গ্রেফতার দেখানো হয়েছে মাত্র দুই জনকে, যা পুরোপুরি নামমাত্র পদক্ষেপ।”
সমাবেশে আদিবাসীদের ওপর বিভিন্ন সময়ের নিপীড়নের ছবি ও চিত্র প্রদর্শন করা হয়। সমাবেশ আয়োজন করে বাংলাদেশ ইন্ডিজেনাস আর্টিস্ট ইউনিটি।
“নিপীড়ন আজকের নয়, শতাব্দী ধরে চলছে”
আইপি নিউজের নির্বাহী সম্পাদক সতেজ চাকমা বলেন, “এই ভূখণ্ডে আদিবাসীদের নিপীড়ন ব্রিটিশ শাসনকাল থেকে শুরু হয়ে এখনও চলছে। আমরা স্বাধীনতার পর নতুন ভোরের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তা ম্লান হয়ে গেছে। এনসিটিবি ভবনের সামনে হামলার ঘটনায় ২০ জন আহত হয়েছেন। বাকিদের গ্রেফতারে দেরি হলে আদিবাসীরা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চ