নেত্রকোণা শহরের মোক্তারপাড়ায় বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আরিফা জেসমিন নাহিনের বাসার কার্নিশ থেকে পুলিশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
বুধবার রাত ৯টার দিকে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার এসআই শাহজাহান খান। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি রামদা ও সাইকেলের গিয়ার দিয়ে বানানো তিনটি দেশীয় অস্ত্র।
বিএনপি নেতা আরিফা জেসমিন নাহিন সাংবাদিকদের জানান, দুপুরের দিকে তার বাসার কেয়ারটেকার কার্নিশে অস্ত্র দেখতে পান। সে সময় তিনি ময়মনসিংহে ছিলেন। খবর পেয়ে দ্রুত বাসায় ফিরে এসে পুলিশে খবর দেন, এরপর পুলিশ এসে অস্ত্রগুলো উদ্ধার করে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমার বাসায় ডাকাতি ও আমাকে এবং পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে কেউ এসব অস্ত্র রেখে গোপনে পরিকল্পনা করছিল। এ ঘটনায় আমি শঙ্কিত।”
এসআই শাহজাহান জানান, সন্ধ্যায় বিএনপি নেতা তাদের কাছে তিনতলা ভবনের একতলার কার্নিশে অস্ত্র থাকার তথ্য দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।