পাবনার সুজানগরে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আবদুল ওহাবকে পুলিশের গাড়ি থামিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার বিকেলে মথুরাপুর স্কুলমাঠ এলাকায় কয়েকশ গ্রামবাসী পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তাকে ছিনিয়ে নেয়।
স্থানীয়রা জানান, আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় পুলিশ আবদুল ওহাবকে গ্রেপ্তার করে। খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি গ্রামের শত শত মানুষ জড়ো হয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে এবং ধস্তাধস্তির পর তাকে ছিনিয়ে নেয়।
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, পুলিশ ও জনতার মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং একপর্যায়ে আবদুল ওহাবকে ছিনিয়ে নেওয়া হয়।
সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আবদুল ওহাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা বিস্ফোরক মামলার আসামি। তাকে গ্রেপ্তারের পর জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।