ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়েছেন আব্দুল খলিল মিয়া (৫৫) ও তাঁর ছেলে মো. আসিফ (২০)। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর উপজেলার বডি-কান্দি পশ্চিম পাড়া গ্রামে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।
আহতদের স্বজন শিউলি আক্তার জানান, খলিল মিয়ার ভাতিজার বিয়ের অনুষ্ঠান চলাকালে প্রতিপক্ষের সঙ্গে সামান্য কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন পিস্তল ও বন্দুক নিয়ে অতর্কিত হামলা চালায়, এতে খলিল মিয়া ও তাঁর ছেলে গুলিবিদ্ধ হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁরা জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে, এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।