চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুর্বার রাজশাহী রংপুর রাইডার্সের জয়ের ধারায় আঘাত হানে, ২৪ রানে জয় তুলে নিয়ে সাড়া ফেলে বিপিএলের মাঠে। রাজশাহী দল নিজেদের ব্যাটিং ও বোলিং-দুই দিকেই পারদর্শিতা দেখিয়ে প্রমাণ করেছে, টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বী দল হিসেবে তাদের নাম সবার আগে থাকবে। রংপুরের টানা জয়ের যাত্রা থেমে যাওয়ার এই মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে।
দুর্বার রাজশাহী প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে সংগ্রহ করে ১৭০ রান। দলের শুরুর ব্যাটসম্যানদের অবদান ও মিডল অর্ডারের টিকিয়ে রাখার দক্ষতাই এনে দেয় এই সম্মানজনক সংগ্রহ। এর বিপরীতে রংপুরের বোলাররা শুরুতে কিছুটা চাপে ফেললেও, শেষদিকে উইকেট তুলতে ব্যর্থ হয়।
রংপুর রাইডার্স ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায়। রাজশাহীর বোলাররা তাদের বুদ্ধিদীপ্ত লাইন-লেংথে ব্যাটসম্যানদের আটকে রাখে। রংপুরের ব্যাটিং লাইনআপ ১৪৬ রানে গুটিয়ে যায় ১৯.২ ওভারে। রাজশাহীর স্পিনারদের দক্ষতায় রংপুরের স্ট্রাইকিং ব্যাটসম্যানরাও বড় স্কোর গড়তে ব্যর্থ হয়।
এই জয়ে রাজশাহী পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সুদৃঢ় করল। দলের অধিনায়ক বলেন, “আমাদের সম্মিলিত প্রচেষ্টাই এই জয়ের মূল চাবিকাঠি। টুর্নামেন্টে এগিয়ে যেতে আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।”