চ্যানেল আইয়ের ২৪’ এবার, ২৫ এর স্লোগান নিয়ে উদ্যাপিত হলো চ্যানেল আইয়ের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিবছরের ন্যায় এবারেও ১ অক্টোবর জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে মানুষের মিলনমেলায় পরিণত হয়ে উঠেছে।
শনিবার রাত ১২ টায় চ্যানেল আই প্রাঙ্গণে কেক কাটার মাধ্যমে চ্যানেল আইয়ের জন্মদিনের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
চ্যানেল আই প্রাঙ্গণে কেক কাটায়- সমাজের বরেণ্যজন এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদুর রেজা সাগর, মুকিত মজুমদার বাবু, জহির উদ্দিন মাহমুদ মামুন, শাইখ সিরাজ ও আবদুর রশিদ মজুমদার।
চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, “সবাই যেন বলি ‘আমার চ্যানেল আই’। এটুকুই প্রত্যাশা।”
চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘চ্যানেল আই প্রথম দিন থেকেই চেয়েছে গনমানুষের চ্যানেল হওয়ার। সেটা চ্যানেল আই কতটুকু পূরণ করতে পেরেছে, সেই বিচার আপনাদের মাঝে।
চ্যানেল আইয়ের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নব প্রভাত নিউজ রুম এডিটর সিফাত আল ফাহিম এবং মানিক তানভীর পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।
এ নিয়ে নব প্রভাত নিউজ রুম এডিটর মানিক তানভীর বলেন, টু দ্যা পয়েন্ট, প্রকৃতি ও জীবন ,তৃতীয় মাত্রা অথবা হৃদয়ে মাটি ও মানুষ এই সবই তো আমার পছন্দের শো এবং সবই বাংলাদেশের হৃদয় হতে নেওয়া! আর তাই হৃদয়ে বাংলাদেশ কে ধারণ করা এই চ্যানেল এর দুই যুগপূর্তিতে এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।