২৪ নেতাকর্মীকে জামিনে মুক্তি দেয়া না হলে স্বেচ্ছায় কারা বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূর সহ ছাত্র অধিকারের নেতাকর্মীরা সিএমএম কার্যালয় গেটের সামনে সমবেত হয়েছে।
নুরুল হক নূরের অভিযোগ করেন (৭ অক্টোবর) শুক্রবার ওই হামলার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হায়েনার মত ঝাঁপিয়ে পড়ে এবং ছাত্র অধিকারে নেতাকর্মীদের মারাত্মক আহত করে।
অথচ পুলিশ তাদের চিকিৎসা না দিয়ে রাতভর থানায় আটকে রেখে এখন আদালতে পাঠিয়েছে।
এ ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। তাই তারা এর প্রতিবাদ জানাচ্ছে।
আদালতের প্রতি আস্থা রেখে সাবেক ভিপি নুরের নেতৃত্বে আদালতের সামনে অবস্থানরত ছাত্র অধিকার নেতাকর্মীরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে।