অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, সরকারের উপদেষ্টারা রাজনীতির সঙ্গে যুক্ত হলে তা সরকারি দায়িত্ব ছাড়ার পরই করবেন। তিনি বলেন, “সরকারি কাজে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ বা চাপ প্রয়োগ করা অনুচিত।”
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। এর আগে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে মন্তব্য করেন। এ বিষয়ে আরও আলোচনা করতে গিয়ে উপদেষ্টা নাহিদ ইসলামের স্ট্যাটাসও শেয়ার করেন আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ তাঁর স্ট্যাটাসে লিখেছেন, “সরকারে থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতা সমর্থন করি না। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সেটা সরকারের দায়িত্ব থেকে সরে গিয়ে করবেন। একই সঙ্গে কোনো রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ অনুচিত। সরকারি এবং সাংবিধানিক নিয়োগ প্রক্রিয়ায় কোনো চাপ প্রয়োগ বা তদবিরের সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “সরকারে থেকে পেশাদারিত্ব রক্ষার দায়িত্ব আমাদের সবার। জনগণকে অন্ধকারে রাখা যেমন অনুচিত, তেমনই সব সময় সব কিছু প্রকাশ করাও সম্ভব নয়।”
এর আগে, উপদেষ্টা নাহিদ ইসলাম তাঁর ফেসবুক স্ট্যাটাসে বলেন, “পেশাদারিত্ব রক্ষায় সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। রাজনৈতিক চাপের বাইরে থেকে কাজ করতে না পারলে জনগণের আস্থা কমে যাবে।”
অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলছেন, সরকারের দায়িত্বপালনে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। রাজনৈতিক চাপ বা প্রভাব মোকাবিলায় পেশাদারিত্বই প্রধান হাতিয়ার।