সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি
মানুষ মানুষের জন্য। সুখ-দুঃখ, আনন্দ-ভালোবাসা ভাগাভাগি করেই পূর্ণতা পায় মানবসমাজ। নওগাঁর একটি সমাজিক সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল নিরলস কাজ করে যাচ্ছে মানবতার সেবায়।
বুধবার (৫ এপ্রিল, ২০২৩) নওগাঁ ব্লাড সার্কেল, নারী শাখার পক্ষ থেকে ৫০ জন এতিম শিক্ষার্থী ও অসহায়ের মাঝে ইফতার বিতরণ করা হয়। নওগাঁ শহরের খাস নওগাঁ মরাকাটা রোড এতিমখানা সহ পার্শ্ববর্তী এলাকায় ইফতার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজ শিক্ষার্থী মোছাঃ তামান্না খাতুন, শবনম মোস্তারী ও আঁখি মনি এবং স্কুল শিক্ষার্থী সূচনা আফরিন ও সুরমা।
নওগাঁ ব্লাড সার্কেল, নারী শাখা মূলত নওগাঁর মেয়েদের মাঝে রক্তদান বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। শাখার সমন্বয়ক মোছাঃ তামান্না খাতুন জানান, “সচেতনতার অভাবে মানুষ রক্ত দিতে ভয় পায়। আবার শিক্ষার্থীরা রাজি হলেও মায়েরা না জেনে ভয় পান। আমরা এবিষয়েই কাজ করছি। আর আমাদের সংগঠনের স্লোগান ঠিক করেছি, ‘মা তোমার সন্তানকে রক্ত দিতে নিষেধ করো না।'”