শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

বাকৃবির অষ্টম সমাবর্তনে সমন্বয়হীনতার অভিযোগ

প্রকাশ :

বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অষ্টম সমাবর্তনে আয়োজকদের বিরুদ্ধে নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সময়মতো সনদপত্র বিতরণ না করা, সনদে ভুল, উপহার না দেওয়া, অনুষ্ঠানে পানির ব্যবস্থা না করা, খাবারের বুথে গ্রাজুয়েটদের হয়রানির শিকার হওয়াসহ নানা অভিযোগ পাওয়া যায়।

সমাবর্তন আয়োজন নিয়ে অসন্তোষ বিরাজ করছে গ্রাজুয়েটদের মাঝে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় তুলেছেন বাকৃবি গ্রাজুয়েটরা।

রবিবার বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে বাকৃবির অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তনের বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যেখানে গ্রাজুয়েটদের প্রত্যাশা ছিলো মহামন্য রাষ্ট্রপতির উপস্থিতি। এছাড়া সমাবর্তনে বিশিষ্ট শিক্ষাবিদ বা নোবেল বিজয়ী কেউ না থাকায় আশাহত হয়েছেন গ্র্যাজুয়েটরা। প্রত্যাশিত সম্মানিত অতিথি না থাকায় তাই শিক্ষামন্ত্রীর বক্তেব্যের পর অনুষ্ঠান ত্যাগ করে তারা। গ্রাজুয়েটদের অভিযোগ সমাবর্তন সভাপতি এবং সমাবর্তন বক্তা দুজনই রাজনীতিবিদ। বক্তব্যের বেশিরভাগ কথাই রাজনৈতিক।

মূলত মূল সনদপত্র প্রদানের জন্যই সমাবর্তনের আয়োজন করা হয়। সেই মূল সনদপত্র প্রদানের বিভিন্ন ত্রুটি নিয়ে অভিযোগ গ্রাজুয়েটদের। সনদপত্র বিতরণের একটি নির্দিষ্ট সময়ে ছিলো। কিন্তু সময়মতো সনদপত্র বিতরণ করা হয় নি।

ভেটেরিনারি অনুষদের ২০১০-১১ শিক্ষাবর্ষের গ্রাজুয়েট মো. সাজেদুল হক বলেন, প্রজ্ঞাপনে দেওয়া সময় অনুযায়ী এসেও গাউন সংগ্রহ করতে পারেনি অনেকে। একেক বার একেক সময় দেওয়ায় গ্রাজুয়েটদের অনেক বিভ্রান্তিতে পড়তে হয়েছে। দীর্ঘক্ষণের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য কোনো পানির ব্যবস্থাও করা হয়নি। তাই অনেকে বাধ্য হয়ে তাড়াতাড়ি অনুষ্ঠান ত্যাগ করে। এক হাজার মানুষের জন্য একটি খাবারের বুথ থাকায় হয়রানির শিকার হয়েছেন সকলে। এছাড়াও সনদ বিতরণে বিলম্ব হওয়ায় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। সর্বোপরি সমাবর্তন আয়োজনের পদে পদে ছিলো অব্যবস্থাপনার চরম দৃষ্টান্ত।
গ্রাজুয়েটরা আরোও অভিযোগ করে বলেন, অনুষ্ঠানে সকলের বসার জন্য পর্যাপ্ত আসন ছিলো না। সমাবর্তন স্মরণিকাও পর্যাপ্ত সংখ্যক ছিলো না। এত বড় বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও ভাড়া করা গাউন দেওয়া হয়েছে। এছাড়াও গাউন সংগ্রহের জন্য একাধিকবার বুথে যেতে হয়েছে। সমাবর্তন ব্যাগে আলাদা করে কোনো উপহারও দেওয়া হয় নি বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। গ্রাজুয়েট ও স্বর্ণপদক প্রাপ্তদের আলাদা রেজিস্ট্রেশনের জন্য জানানো হয়নি। ফলে গাউন ও প্রয়োজনীয় উপকরণ না থাকায় মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি বলে অভিযোগ করেন স্বর্ণপদকের জন্য মনোনিত এক গ্র্যাজুয়েট।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম বলেন, সার্টিফিকেটে ভুল হওয়াটা আমাদের ব্যর্থতা, আমরা এর দায় স্বীকার করছি। আসলে এত বেশি সংখ্যক শিক্ষার্থীদের সার্টিফিকেট এতো কম সময়ে তৈরী করাটা খুবই কঠিন। অমরা সবাই দিনরাত কাজ করে যাচ্ছি এই ভুল সংশোধনের জন্য। দ্রুত সময়ের মধ্যেই আমরা ভুল সাির্টফিকেটগুলো সংশোধন করে বিতরণ করে দিবো। আর খাবার নিয়ে কোনো সমস্যা হয়নি, পর্যাপ্ত খাবার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠন শেষে সবাই একসাথে খাবার সংগ্রহ করতে গিয়েছে তাই একটু বিলম্ব হয়েছে। এবারের বাজেট স্বল্পতার কারণে আমরা উপহার সামগ্রী বা অন্যান্য বিষয়গুলো খুব ভালোভাবে আয়োজন করতে পারিনি বলেও দুঃখ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

মন্তব্য করুন

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর ছয় মাসের অন্তর্বর্তী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬...

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় এবং নির্বাচন সুষ্ঠু করতে গুণগত পরিবর্তন ও সংস্কার প্রয়োজন—এমন মন্তব্য করেছেন জামায়াতে...

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের...

১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদি-ট্রাম্প বৈঠক: বন্ধুত্বের নতুন দিগন্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি।...

ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল থামছে না

"আমি আমার বাবাকে চাই, আমার একটাই সন্তান!"—আহাজারি করতে করতে এই কথাগুলো বলছিলেন লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত টিটু...

এ সম্পর্কিত আরও পড়ুন

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর...

ছেলের নাম কমিটিতে না থাকায় প্রধান শিক্ষককে মারধর, প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে ছেলের নাম অন্তর্ভুক্ত না...

সাত কলেজের ‘স্বাধীনতার স্বপ্ন’: আট বছরের অচলায়তন ভেঙে নতুন পথে যাত্রা

আট বছরের আন্দোলন-সংগ্রামের পর অবশেষে অধিভুক্তি থেকে মুক্তি পেল...

ঢাবি-ঢাকা কলেজ সংঘর্ষে উত্তেজনা: আহতের ঘটনায় পরীক্ষা বর্জনের ঘোষণা

খিলক্ষেতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনাপূর্ণ...