সাব্বির ইফতেখার সাকিব (পাবিপ্রবি প্রতিনিধি)
“অন ক্লোসড ফরম ওয়েভ সলিউশনস অব ইনটিজর অর্ডার ননলিনিয়ার ইভোলিউশন ইকুয়েশন ইন ম্যাথমেটিক্যাল ফিজিক্স ” শীর্ষক গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মো: একরামুল ইসলাম।
তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক । বুধবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬৫তম রিজেন্ট বোর্ডের সভায় এ ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। এই গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আলী আকবর।
২০২২ সালের এডি সাইন্টিফিকের জরিপে ড. মোঃ আলী আকবর গণিত ও ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশের ১ম স্থান অর্জনকারী গবেষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
মো: একরামুল ইসলাম নওগাঁর বদলগাছী পালশা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, ভান্ডারপুর হাইস্কুল থেকে মাধ্যমিক এবং রাজশাহীর পুঠিয়ার লস্করপুর কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চমাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে সফলতার সাথে স্নাতক(সম্মান)ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
পিএইচডি অর্জনের পর অনুভূতি জানতে চাইলে ড. মো: একরামুল ইসলাম বলেন, “পিএইচডি ডিগ্রি মূলত গবেষণা পথ দেখাতে বা শেখায় সেটার কিছুটা জেনেছি বা শিখেছি বলে ভাল লাগছে তবে এই গবেষণা চলমান রাখাটাই মূল কথা, সেটাই লক্ষ্য।” উল্লেখ্য ইতোমধ্যে মো: একরামুল ইসলামের পিএইচডি থিসিস থেকে Q1 ও Q2 রাঙ্কিং জার্নালে ৭টি গবেষণাপত্র প্রকাশসহ এখন পর্যন্ত মোট ২১ টি গবেষণাপত্র বিভিন্ন পিয়াররিভিউ জার্নালে প্রকাশ পেয়েছে।