ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী তুহিন ইসলাম তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যা জাতীয়তাবাদী ছাত্রদলের মানবিক ভূমিকার প্রমাণ দেয়।
আজ শনিবার ২৫ জানুয়ারি তুহিন একটি ফেসবুক পোস্টে জানান, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় তার প্রবেশপত্র ভুলবশত বন্ধুর ব্যাগে থেকে যায়। মেট্রো স্টেশনে বন্ধুর কার্ড ব্লক হওয়ায় তিনি আটকা পড়েন এবং তুহিন ঢাবি স্টেশনে পৌঁছে বিপদে পড়েন।
তুহিন জানান, সংকটের মুহূর্তে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল’-এর হেল্প সেন্টারের শরণাপন্ন হন। ছাত্রদলের কর্মীরা দ্রুততার সঙ্গে তার প্রবেশপত্র ডাউনলোড, প্রিন্ট করে সরাসরি পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। এই সাহায্য তাকে পরীক্ষায় অংশগ্রহণে সহায়তা করে।
এই মানবিক উদাহরণ ঢাবি ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিবাচক ভূমিকা তুলে ধরেছে। যেখানে আগে তাদের রাজনীতি সীমাবদ্ধ ছিল, সেখানে এখন এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে তাদের প্রতি নৈতিবাচক ধারণা বদলাতে ভূমিকা রাখতে পারে বলে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা মনে করেন।
এ ঘটনা শুধু একজন পরীক্ষার্থীর সমস্যা সমাধানই নয়, বরং এটি জাতীয়তাবাদী ছাত্রদলের জন্য ক্যাম্পাসে ভালো কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে ।