খিলক্ষেতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) ঢাবির প্রো-ভিসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। রাতের মধ্যে সেই আন্দোলন দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার রূপ নেয়। সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থীসহ সাংবাদিকরা আহত হন, যা পরিস্থিতিকে আরও উত্তাল করে তোলে।
এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। সংঘর্ষে ঢাকা কলেজের ছাত্রনেতা মোহাম্মদ রাকিবও আহত হন। এরপর সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনির্দিষ্টকালের জন্য সকল পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
শিক্ষার্থীরা দাবি করেন, আহতদের ন্যায্য বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করবেন না। তারা বলেন, “আজকের ঘটনার পর আমাদের নিজেদের পরিচয় দিতে লজ্জা লাগে। এই লজ্জা নিয়ে আমরা আর থাকতে পারি না।”
এদিকে, ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা এখনো চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে দ্রুত আলোচনার দাবি উঠেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঢাকা কলেজ কর্তৃপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।
পরিমার্জন ও চলমান…