ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর ছয় মাসের অন্তর্বর্তী কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) গাজীপুরের সবুজ পাতা রিসোর্টে বিভাগের বার্ষিক বনভোজনে আনুষ্ঠানিকভাবে এই কমিটির নাম ঘোষণা করেন ফার্মাসি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ড. শরিফা সুলতানা।
নতুন কমিটিতে দায়িত্ব পেয়েছেন: সভাপতি লিতুন,সহ-সভাপতি রিপন,সাধারণ সম্পাদক ওমর,কোষাধ্যক্ষ ফয়েজ,ছাত্র সমন্বয়কারী রিফাত,সাংগঠনিক সম্পাদক তাহমিদ,প্রকাশনা সম্পাদক সামিউল,সাংস্কৃতিক সম্পাদক ফারদিন,ডিজিটাল বিষয়ক সম্পাদক ইব্রাহিম,ক্রীড়া সম্পাদক খোরশেদ।
ফার্মাসিয়া ক্লাবের সভাপতি লিথুন জানান,”আমার লক্ষ্য ফার্মাসিয়া ক্লাব-কে আরও কার্যকর ও শিক্ষামূলক একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা ফার্মাসির বিভিন্ন দিক নিয়ে জানার ও কাজ করার সুযোগ পাবে। আমরা বিভিন্ন কর্মশালা, ইন্ডাস্ট্রি এক্সপোজার, সেমিনার, স্বাস্থ্য ক্যাম্প এবং গবেষণামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা করছি। এছাড়া, ক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও অন্তর্ভুক্তিমূলক করতে চাই, যাতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা যায় এবং সবাই এখান থেকে বাস্তব অভিজ্ঞতা নিতে পারে।”
নতুন নেতৃত্বে ফার্মাসিয়া ক্লাব আরও কার্যকরভাবে ফার্মাসি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে বলে আশা করছেন সাধারণ শিক্ষার্থীরা।
নবনির্বাচিত কমিটির সদস্যরা জানিয়েছেন, একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো, গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার আয়োজন, এবং সমাজসেবামূলক কার্যক্রমে ফার্মাসি বিভাগের ভূমিকা তুলে ধরাই হবে তাদের মূল লক্ষ্য।
এই কমিটির নেতৃত্বে ফার্মাসিয়া ক্লাব নতুন উদ্যমে কাজ করবে বলে প্রত্যাশা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকগণের।