আম বাগানে ফুটেছে মুকুল, মৌমাছি পেলো ছন্দ, আওলা বাতাসে মন করে ব্যাকুল, মৌ মৌ মুকুলের গন্ধ।
পলাশ-শিমুল বাসর সাজালো, বর বেশে এলো কোকিল, চাতক পাখি সাঁনাই বাঁজালো, কনে সেজে এলো গাঙচিল।
সন্ধ্যের শুরুতে বাঁশঝাড়ে শোরগোল, বসেছে পাখির মেলা, শিশুদের কলতানে মুখরিত চারপাশ, আনন্দে মাতিয়েছে খেলা।
কৃষক ফিরে ঘরে সবুজ মাঠের বুক চিরে, নেই বেশি দেরী ফাগুনের বেলা, ফুলে-ফুলে সাজিলো আজ পৃথিবীকে ঘিরে উড়ে যায় দল বেঁধে প্রজাপতির ভেলা।
মাঝরাতে শুনি দেখো শিয়ালের হাঁক, ঝাড়বাতি নিয়ে আসে জোনাকির ঝাঁক।
রংধনু সাতরঙে বাসন্তি শাড়ি পরে এলো বসন্ত আজ, শুভেচ্ছা নিও প্রিয় নেই কোন লাজ, একগুচ্ছ ফুল গেঁথে নিও বিনুনিতে, সেজো তুমি বাসন্তি সাজ।
কবিতা: বসন্তের শুভেচ্ছা
লেখক: মোঃ আব্দুল হালিম সরদার
শিক্ষার্থী, নওগাঁ সরকারি কলেজ