বিএনপির নেতাকর্মীদের মধ্যে যদি একজনকেও গ্রেপ্তার করা হয় তাহলে সারা দেশের মানুষকে সাথে নিয়ে রাজপথে নেমে যাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামটর হাতিরঝিল পাড়ে লিংক রোডে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
লোডশেডিং, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে নিহত নুরে আলম, আব্দুর রহিম, শাওনের মৃত্যুর প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
তিনি বলেন, একটি অবৈধ সরকারকে প্রতিহত করার জন্য জনগণকে সংগঠিত করার দরকার আছে। এটা আমাদের দায়িত্ব ও অধিকার। এটা থেকে কেউ আমাদের বঞ্চিত করতে পারবে না।
পুলিশের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, যে বন্দুকের নল দিয়ে গুলি করছেন সেই বন্দুক আমাদের টাকায় কেনা। যে গুলিটা করছেন সেটাও আমার-আপনার ট্যাক্সের টাকায় কেনা। পুলিশের বেতনটাও আমাদের পকেটের টাকা থেকে যায়। একটি কথা স্মরণ করে দিতে চাই, বন্দুকের নল সময় মতো ঘুরে যেতে পারে। কোনো স্বৈরশাসক বুঝতে পারেনি যে বন্দুকের নলও ঘুরে যেতে পারে। যখন তারা বুঝতে পারে তখন তাদের সময় থাকে না। সুতরাং সময়ের আগে সাবধান হয়ে যান।
তিনি আরও বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য পণ্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা বাংলাদেশে আমাদের কর্মসূচি চলছিল। দুর্ভাগ্যজনক হলেও এ সরকারের সেটা সহ্য হয়নি। এই প্রতিবাদ করতে গিয়ে ভোলায় আমাদের নুর আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জের শাওন এবং মুন্সীগঞ্জের শাওন চারটি ছেলেকে আত্মাহুতি দিতে হয়েছে। চারজন ছেলেকে আমাদের হারাতে হয়েছে। তাদের গুলি করে হত্যা করা হয়েছে। এখন আমাদের সব প্রতিবাদের সঙ্গে আরেকটি দাবি হলো এই খুনিদের আমরা বিচার চাই। আজ না হয় কাল এই খুনিদের বিচার আমরা করেই ছাড়ব।