একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পীর মৃত্যুতে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির আলাদা শোক প্রকাশ।
রবিবার (০৯ অক্টোবর) একটি শোকবার্তায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ শোক বার্তা প্রকাশ করা হয়।
আলাদা দুটি শোক বার্তায় বলা হয়, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, সমরজিৎ রায় চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ নিয়ে সমরজিৎ রায়ের ছেলে সুরজিৎ রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বাবা হৃদরোগ আর ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।
তিনি বলেন, গত ৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।১২ সেপ্টেম্বর উনাকে বাসায় নিয়ে আসি, তার তিন দিন পর ১৫ সেপ্টেম্বর আবার হাসপাতালে ভর্তি করতে হয়। আজ দুপুর ২টা ৪০ মিনিটে চিকিৎসক জানান উনি আর নেই।
উল্লেখ্য, একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে একই সাথে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক নব প্রভাত।