বিশ্বের ১৪তম ও ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-২০তে শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে বিরাট কোহলি।
এশিয়া কাপ টি-২০ ক্রিকেটের ১৫তম আসরের দ্বিতীয় ম্যাচে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে খেলতে নামলেই শততম ম্যাচ খেলার রেকর্ড গড়বেন কোহলি।
এ ছাড়াও ভারতের হয়ে অনন্য এক রেকর্ড গড়বেন কোহলি। সেটি হলো, প্রথম ভারতীয় হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটেই অন্তত ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি। কোহলির আগে টি-২০তে ভারতের হয়ে ১০০ ম্যাচ খেলেছেন অধিনায়ক রোহিত শর্মা।
ওয়ানডে দিয়ে ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কোহলির। এরপর দেশের হয়ে আজ অবধি ১০২টি টেস্ট, ২৬২টি ওয়ানডে ও ৯৯টি টি-২০ খেলেছেন তিনি।
টেস্টে ৮০৭৪, ওয়ানডেতে ১২৩৪৪ ও টি-২০তে ৩৩০৮ রান করেছেন কোহলি। টি-২০তে ৩০টি হাফ-সেঞ্চুরি আছে তার। এই ফরম্যাটে কোহলির ব্যাটিং গড়- ৫০ দশমিক ১২। টি-২০তে ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে ৫০এর গড়ে গড় কোহলির।
তবে আড়াই বছরের বেশি সময় কেটে গেল, ব্যাট হাতে বড় ইনিংস নেই কোহলি। ২০১৯ সালের ডিসেম্বরে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন তিনি। তাই এশিয়া কাপ দিয়ে নিজের সেরা রুপে ফিরতে মরিয়া কোহলি।