সম্পর্কিত খবর
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহাদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তৌহিদুল ইসলাম নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তৌহিদ সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকার বুলবুল আহমেদের ছেলে।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার বহাদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তৌহিদকে গ্রেফতার করা হয়। এলাকায় চুরি, ডাকাতি, হত্যার হুমকিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলহোতা তৌহিদ। গ্রেফতার এড়াতে চট্টগ্রাম শহরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় ছয়টি মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।