চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় থেকে অস্ত্র-গুলিসহ শহিদুল ইসলাম ওরফে বুইস্যা নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মাঈনুর রহমান।
গ্রেফতার শহিদুল ইসলাম ভোলার দৌলতখান উপজেলার চরপাদ স্কুল এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে নগরের পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি।
আরো পড়ুন >>> পলিথিন খুলতেই মিলল ৩ কোটির আফিম
ওসি মাঈনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট মোড় থেকে শহিদুল ইসলাম ওরফে বুইস্যাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি এলজি, একটি ছুরি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুইস্যা নগরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। এছাড়া দুর্ধর্ষ ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের লিডার। তার বিরুদ্ধে অস্ত্র-মাদকসহ বিভিন্ন আইনে ছয়টি মামলা রয়েছে।