ঘরের মাঠে প্রথম খেলোয়াড় হিসেবে একশ টেস্ট খেলার রেকর্ড গড়লেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। ম্যানচেস্টারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে অনন্য এই রেকর্ডের মালিক হন তিনি।
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ঘরের মাটিতে শততম টেস্ট খেলতে নামেন অ্যান্ডারসন। ২০০৩ সালে তার টেস্ট অভিষেক হয়েছিল।
ঘরের মাঠে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট খেলার মালিক ভারতের শচীন টেন্ডুলকার। ১৯৯০ সালে টেস্ট অভিষেকের পর ঘরের মাঠে ৯৪টি ম্যাচ খেলেছেন ক্রিকেট ঈশ্বর।
১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ঘরের মাঠে তৃতীয় সর্বোচ্চ ৯২টি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।
টেন্ডুলকার-পন্টিংকে টপকে অ্যান্ডারসনের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে শততম টেস্ট খেলার রেকর্ড গড়ার দারুণ সুযোগ রয়েছে ইংল্যান্ডের আরেক পেসার স্টুয়ার্ট ব্রডের। ১৪ বছরের ক্যারিয়ারে ঘরের মাঠে এখন পর্যন্ত ৯১টি টেস্ট খেলেছেন তিনি।