সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খানের বাসার গৃহকর্মীর লাশ উদ্ধার হয়েছে।
রোববার রাতে আকরাম খানের রাজধানীর মহাখালীর বাসার পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত গৃহকর্মীর নাম মোছা. সাহিদা।
বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার এসআই মো. হাসিব বলেন, মহাখালীতে আকরাম খানের বাসার গৃহকর্মীর লাশ পাওয়া গেছে। নারী পুলিশ সদস্যরা মরদেহের সুরতহাল করছেন। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মরদেহ মর্গে পাঠানো হবে।
পুলিশ জানায়, ঐ গৃহকর্মীর লাশ আকরাম খানের বাসার পেছনের রাস্তা থেকে পাওয়া যায়। প্রায় এক ঘণ্টা লাশটি রাস্তায় পড়েছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।