হাতে আছে মাত্র ৩ মাসেরও কম সময়, তার পরই ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপ।এরই মধ্যে সব দেশ তাদের বিশ্বকাপ ম্যাচের জার্সি দর্শকদের সামনে তুলে ধরেছেন। এবার দেখা গেল আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সি।
কয়েকদিন আগে ফাঁস হয়েছিল কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি। তারপরই ৮ জুলাই আনুষ্ঠানিকভাবে কাতার বিশ্বকাপে নিজেদের মূল জার্সি উন্মোচন করে আর্জেন্টিনা।
সোমবার ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সিও দেখা গেল। খেলার সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান এডিডাস এই জার্সিটি তৈরি করে সবার সামনে নিয়ে আসে।
এছাড়া এডিডাস জার্মানি, মেক্সিকো, বেলজিয়াম এবং স্পেনের জার্সি করলেও আর্জেন্টিনার এই জার্সিটাই ছিল সবচেয়ে বেশি নজরকাড়া।,
এর রং ভায়োলেট কালারের, একটি ভি-নেক এবং নীচের অংশে আগুনের শিখার মতো গ্রাফিক্স দেখা যাচ্ছে, যেমনটি কিংবদন্তি মেসি নিজেই করেছিলেন।
কয়েজন আর্জেন্টাইন ভক্ত টুইট করে বলেছেন: “অবশেষে অন্যরকম একটি জার্সি দেখা গেল। বিশ্বকাপে জার্মানির কাছে কালো জার্সিতে হেরে যাওয়া আর্জেন্টিনার অভ্যাসে পরিণত হয়েছিল।
অন্য একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন: “এই জার্সিতে আর্জেন্টিনাকে খুব সুন্দর দেখাচ্ছে।”
তৃতীয় একজন মন্তব্য করেছেন: “বিশ্বকাপের কিটগুলি তৈরির জন্য অ্যাডিডাসের ডিজাইনারদের বেতন বৃদ্ধি করা যেতে পারে।’’
মেসি আশা করছেন নতুন এই জার্সিতে তাকে ভালভাবে তুলে ধরতে পারবেন। আর্জেন্টিনা প্রথম দু্ই ম্যাচ জিতে কাঙ্ক্ষিত ট্রফি জয়ের চূড়ান্ত লড়াইয়ে এগিয়ে যাবেন।
আগামী ২০ নভেম্বর থেকে কাতারে মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। এবারের আসরে গ্রুপ ‘সি’তে রয়েছে আর্জেন্টিনা, গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পোল্যান্ড। মেক্সিকো এবং সৌদি আরব।