ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সোমবার ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এ নিয়ে মাত্র দুদিনে তিনবার ভূমিকম্পে কাঁপলো দ্বীপটি।
ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থার (বিএমকেজি) বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
বিএমকেজি জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে সুমাত্রার পশ্চিম উপকূলীয় মেনতাওয়াই দ্বীপপুঞ্জে অগভীর ভূমিকম্পটি অনুভূত হয়।
সংস্থাটি প্রথমে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬.৪ বললেও পরে তা সংশোধন করে ৬.১ জানিয়েছে। তবে প্রবল এ ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এর আগে, স্থানীয় সময় সোমবার ভোরে সুমাত্রায় ৫.২ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর ঘণ্টাখানেক পরেই দ্বীপটিতে আঘাত হানে ৫.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানায়, ৬.১ মাত্রার ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এর প্রভাব প্রবলভাবে অনুভব করেছেন মেনতাওয়াই, প্রাদেশিক রাজধানী পাডাং ও বুকিতিংগির পার্শ্ববর্তী পার্বত্য এলাকাগুলোর বাসিন্দারা।