ইবি প্রতিনিধি:
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি -২০২২’ ‘পরিবেশ সুরক্ষা ও ভোক্তা অধিকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে শিক্ষক- ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নং কক্ষে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস ইবি শাখার সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।
এতে ইবি গ্রীন ভয়েসের সভাপতি মুখলেসুর রহমান সুইটের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবের রিসার্চ কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার শুভ কিবরিয়া। এছাড়াও দৈনিক খোলা কাগজের সাবেক সম্পাদক কাজল রশীদ শাহীন, উন্নয়ন বিশেষজ্ঞ শমসের আলী, অ্যাকশন এইডের কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইবি সাংবাদিক সমিতর সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিমসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীদের মাঝে ‘প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি-২০২২’ বিষয়ক বক্তব্য, ভোক্তা অধিকার সংরক্ষণে করণীয় ও ভোক্তা অধিতার নিশ্চিতে মান নির্ধারণে অনিয়ম হলে অভিযোগ বিষয়ক নানান দিকনির্দেশনা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।
এর আগে ক্যাবের উদ্যোগে ও ইবি জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের সহযোগিতায় পরমাণু বিজ্ঞানী ড এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে এ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইনজামুল হক সজলের সভাপতিত্বে সহকারী অধ্যাপক বিপুল রায় ও সহকারী অধ্যাপক আনিসুল কবিরসহ বিভাগের দুই শতাধিক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।