দেশের জনপ্রিয় তিন ব্যান্ড- নগর বাউল, অর্থহীন ও আর্টসেল। তাদের নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। এই তিন ব্যান্ডকে এক মঞ্চে দেখার সুযোগ হয় না তাদের। তবে এবার ঘটতে যাচ্ছে ব্যতিক্রমী এক ঘটনা। এক মঞ্চে দেখা যাবে তাদের।
হেডব্যঙ্গার্স প্যারাডাইজ কনসার্টের সৌজন্যে এক মঞ্চে গান গাইবে এই তিন ব্যান্ড। কনসার্টের প্রথম পর্ব হয়েছে চট্টগ্রামে। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর। এ দিন বসুন্ধরা আইসিসিবি হল-৪-এ বসবে এই জমকালো কনসার্ট। আয়োজন করেছে সিক্স বেইজ কমিউনিকেশনস। তবে এবারের লাইনআপ চট্টগ্রামের থেকে কিছুটা আলাদা। লাইনআপে যুক্ত হয়েছে ইন্ডাস্ট্রির আরো বড় বড় নাম।
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এবারের কনসার্টের শো-স্টপার নগর বাউল। এছাড়া মঞ্চ মাতাবে অর্থহীন, আর্টসেল, পাওয়ারসার্জ, মেকানিক্স, ট্রেইনরেক, স্যাভেজারি, প্লাজমিক নক ও অনকোর।
দর্শকদের জন্য দুই ধরনের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে- রেগুলার (৫৫০ টাকা) এবং ভিআইপি (১২৫০ টাকা)। ভিআইপি টিকিটের ক্রেতাদের জন্য টিকিটের পাশাপাশি থাকছে বিভিন্ন স্যুভেনির। টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রকের ওয়েবসাইট থেকে। ১৬ সেপ্টেম্বর বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ কনসার্ট।