চার বছর পর এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট এশিয়া কাপ ক্রিকেটের ১৫তম আসরের পর্দা উঠছে আজ। শুরু হতে যাওয়া এশিয়া কাপে ব্যাট হাতে ব্যাটারদের জ্বলে উঠার অপেক্ষায় থাকবে অংশ নেয়া দলগুলো। ব্যাটারদের রানের উপর নির্ভর করবে দলের সাফল্য। এবারের আসরে যাদের ব্যাটে ঝড় উঠতে পারে এমন পাঁচ ব্যাটারের সম্পর্কে আলোচনা করা হলো:
রোহিত শর্মা (ভারত) : টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয়স্থানে আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে শীর্ষে থাকা নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের চেয়ে মাত্র ১০ রানে পিছিয়ে তিনি। গাপটিলের রান ১২১ ম্যাচে ৩৪৯৭ রান। আর ১৩২ ম্যাচে রোহিতের রান ৩৪৮৭। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্বে দিতে ব্যাট হাতে জ্বলে উঠতে হবে রোহিতকে। দলের প্রয়োজনে বহুবারই হেসেছে রোহিতের ব্যাট। এবারও সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার দারুন সম্ভাবনা থাকছে রোহিতের। আর এবারের এশিয়া কাপ মূলত আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের জন্য ড্রেস রিহার্সেল। তাই অধিনায়ক হিসেবেও পরীক্ষা হবে রোহিতের।
বাবর আজম (পাকিস্তান) : বর্তমানে টি-২০ ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এমনকি ওয়ানডেতেও সেরা ব্যাটার বাবর। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। বিশ্ব ক্রিকেটে বর্তমানে টক অফ দ্য ক্রিকেট ওয়ার্ল্ড পাক অধিনায়ক। বাবরের ব্যাটিং নিয়ে কোন প্রশ্ন নেই কারও, সেই সাথে প্রতিটি ম্যাচের রানের ক্ষুধায় থাকেন। গত দুই বছরে নিজের ব্যাটিং দিয়ে বিশ্ব ক্রিকেটে সুনাম কুড়িয়েছেন তিনি। তাই এশিয়া কাপেও সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন ইন-ফর্ম বাবরের। টি-২০তে প্রায় ৪৬ গড়ে ২৬৮৬ রান আছে বাবরের।
মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) : বাবরের পর পাকিস্তানের ব্যাটিংয়ে অন্যতম ভরসার নাম মোহাম্মদ রিজওয়ান। প্রতিপক্ষের যেকোন বোলারের চিন্তার বড় কারন রিজওয়ান। নিজের ব্যাটিং শৈলি দিয়ে ইতোমধ্যে, সেরা ব্যাটারদের কাতারে নিজেকে নিয়ে গেছেন রিজওয়ান। তাই ব্যাটারদের তালিকায় রিজওয়ানের উপরও স্পট লাইট থাকবে। টি-২০ ইতিহাসে সর্বোচ্চ ব্যাটিং গড় রিজওয়ানের। ৫০ দশমিক ৩৬ গড় তার। রিজওয়ানের পর ব্যাটিং গড় ৫০ আছে শুধুমাত্র ভারতের বিরাট কোহলির।
সাকিব আল হাসান (বাংলাদেশ) : এশিয়া কাপের আগে টি-২০ দলের অধিনায়ক হন সাকিব আল হাসান। বাংলাদেশের সাফল্য অনেকাংশেই নির্ভর করে সাকিবের পারফরমেন্সের উপর। এই ফরম্যাটে ২০১০ রান করেছেন তিনি। শুধুমাত্র ব্যাট-বল হাতেই নয়, অধিনায়ক হিসেবে নিজেকে ফুটিয়ে তুলতে হবে সাকিবকে। তিনবার ফাইনালে উঠেও শিরোপা না পাওয়া বাংলাদেশের এবার শিরোপা খড়াও কাটাতে চাইবেন সাকিব।
হজরতুল্লাহ জাজাই (আফগানিস্তান) : আফগানিস্তানের টপ-অর্ডারের অন্যতম ভরসা হজরতুল্লাহ জাজাই। টি-২০তে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিসহ ২৮ ম্যাচে ৮৬৭ রান করেছেন জাজাই।