গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮৭৪ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৭৪ জন। এখন পর্যন্ত মোট মৃত্যু ২৯ হাজার ১৩৩ জনের এবং মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জন।
মঙ্গলবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৯৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৯২৭টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৪১ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ১১.০৩% শনাক্তের হার নিয়ে এখন পর্যন্ত ১৩.৭৫% শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.৩৪% এবং মৃত্যু হার ১.৪৯%।
নতুন রোগীদের মধ্যে ৭৯০ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। সত্তরোর্ধ্ব যে পুরুষের মৃত্যু হয়েছে, তিনিও ছিলেন ঢাকা বিভাগের।