সোনার দাম কমেছে কলকাতায়। সোমবার কলকাতায় ২২ ক্যারেট, ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার দামে বেশ পরিবর্তন হয়েছে। গত সপ্তাহের শেষদিক থেকে এ নিয়ে টানা তিনদিন কমলো সোনার দাম। এ খবরে সাধারণ মধ্যবিত্তরা বেশ খুশি।
কয়েক মাস ধরে সোনার দাম অস্থিতিশিল ছিল কলকাতায়। কখনো বেড়েছে কিংবা কখনো কমেছে। কিন্তু একটি নির্দিষ্ট দামে স্থির থাকেনি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় সোনার দাম রেকর্ড ৫২ হাজার রুপি ছাড়িয়ে ৫৪ হাজার রুপিতে পৌঁছেছিল। তবে এখন দাম ওঠানামা করলেও নিয়ন্ত্রণে রয়েছে।
সোমবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ছিল ৫১৮৫ রুপি। শনিবার যা ছিল ৫২২০ রুপি। আজ গ্রাম প্রতি দাম ৩৫ রুপি দাম কমেছে। এবং ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ছিল ৪৯১৫ রুপি। শনিবার যা ছিল ৪৯৫৫ রুপি। আজ গ্রাম প্রতি দাম ৩০ রুপি দাম কমেছে।
এছাড়া কলকাতায় ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার প্রতি গ্রাম দাম ছিল ৪ হাজার ৯৯০ রুপি। শনিবার যা ছিল ৫ হাজার ৩০ রুপি। আজ গ্রামপ্রতি দাম ৪০ রুপি কমেছে।