কিশোরগঞ্জের কটিয়াদিতে কলেজছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় নদীতে ঝাঁপ দিয়ে রাতুল নামের যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। রাতুল উপজেলার দশপাখি গ্রামের বাদল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, কলেজে যাওয়া-আসার পথে সেতুর ওপর দাঁড়িয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করতেন রাতুল। বিষয়টি জানার পর সিভিল পোশাকে সেতুর দুপাশে অবস্থান নেয় পুলিশ। সোমবার বিকেলে বাড়ি ফেরার পথে ফের কলেজছাত্রীকে উত্ত্যক্ত করেন ওই যুবক।
এ সময় পুলিশে এগিয়ে অবস্থা বেগতিক দেখে নদীতে ঝাঁপ দেন রাতুল। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশও নদীতে ঝাঁপিয়ে পড়ে উত্ত্যক্তকারীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
কটিয়াদি মডেল থানার ওসি এস এম শাহাদত হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বখাটে রাতুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। মঙ্গলবার দুপুরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।