ফরিদপুরের সালথা উপজেলায় পানিতে ডুবে আব্দুল্লাহ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় সালথা উপজেলার গট্টি ইউপির মোড়হাট গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের ব্যবসায়ী আবুল মাতুব্বরের ছেলে।
ওই শিশুর পরিবার জানান, শনিবার বিকেলে শিশু আব্দুল্লাহকে বাড়ির উঠানে রেখে পাটকাঠি পরিচর্যা করতে যান মা। এরপর এসে তাকে উঠানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায় বাড়ির পেছনে ছোট একটি খাদের মধ্যে সামান্য পানিতে ভাসছে দেখা যায় আব্দুল্লাহকে। পরে তাকে উদ্ধার করে সালথা বাজারে চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করেন।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গট্টি ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লাবলু।
তিনি বলেন, আব্দুল্লাহ ছিল আবুল-খাজিদা দম্পতির একটি মাত্র সন্তান। তার মৃত্যুতে শোকে কাতর মা-বাবাসহ স্বজনরা।