কিশোরগঞ্জের কুলিয়ারচরে চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় তামিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর ১টায় দিকে কুলিয়ারচর উপজেলার দক্ষিণ নন্দরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত তামিম কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দক্ষিণ নন্দরামপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী শিশুকে তার অভিভাবকরা শনিবার দুপুর আড়াইটার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা ভৈরব থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল কুলিয়ারচর থানা এলাকায়। হাসপাতালের চিকিৎসকরা খবর দিলে তাকে উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে আসা হয়। ঘটনার সময় স্থানীয় লোকজন শিশুটির চিৎকারে তামিমকে আটক করে। পরে ভৈরব থানা পুলিশ খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসে।
ভৈরব থানার সহকারী উপপরিদর্শক সালেহ আহমেদ জানান, ঘটনাস্থল কুলিয়ারচর। তাই ভুক্তভোগীর অভিযোগটি কুলিয়ারচর থানায় পাঠিয়ে দেয়া হবে। কুলিয়ারচর থানা পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।