কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় হলের টিভি রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন বিকেল ৫টায় হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধু’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও আইন বিভাগের শিক্ষার্থী হাবিয়া আক্তার। যৌথভাবে দ্বিতীয় হয়েছেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাহমিনা আক্তার ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী শ্রুতি। এছাড়া যৌথভাবে তৃতীয় হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী প্রতিমা রাণী দেবনাথ ও বাংলা বিভাগের মনিরা।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
হলটির প্রভোস্ট জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মঈন বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জন্য নেতা ছিলেন না। তিনি ছিলেন বৈশ্বিক নেতা। তিনি ছিলেন সারাবিশ্বের গরীব ও শোষিত মানুষদের নেতা। মিডিয়ার কথা দিয়ে যদি শুরু করি বিবিসি, নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান লন্ডন টাইমসসহ এমন কোনো বিখ্যাত পত্রিকা ছিল না যেটা বঙ্গবন্ধুর ৭ মার্চের বক্তৃতা কাভার করেনি। নেতা ছাড়া নেতৃত্ব হয় না। তার দর্শন, মূল্যবোধ ও নীতির কারণে বিশ্বের অনেক মানুষের আকর্ষণ ছিলেন তিনি। তিনি মানুষকে ভালোবাসতেন, বিশেষ করে শোষিত মানুষকে ভালোবাসতেন। তিনি বলেছিলেন পৃথিবী আজ দুইভাগে বিভক্ত। একদল শোষক আরেকদল শোষিত, আমি শোষিতের পক্ষে। বঙ্গবন্ধু সারাবিশ্বে প্রথম কোনো নেতা, যিনি জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থী, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।