সাখাওয়াত ফারহান || কুমিল্লা :
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে জেলার আর্দশ সদর উপজেলার বদরপুর এলাকার রেল সেতুর দক্ষিণ অংশে এই ঘটনা হয়।
নিহতেরা হলো সদর উপজেলার শাসনগাছা এলাকার মনিরুল হক এর ছেলে আদিত্য (১৩) এবং ধর্মপুর এলাকার সুবল রায়ের মেয়ে সেতু রায় (১৪) আদিত্য নগরির পুলিশ লাইন স্কুলের ৭ম শ্রেণির ছাত্র এবং সেতু রেললাইন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাএী।
এ দিকে দুর্ঘটনার পর নিহতদের লাশ পুলিশ ফাঁড়িতে আনার পর স্ব্জনদের কান্নায় এলাকা ভারি হয়ে উঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে যানা যায়, ঢাকা থেকে চচট্রগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস দুপুরে বদরপুর এলাকা অতিক্রম করার সময় এই দূর্ঘটনা ঘটে স্থানীয়ের মাধ্যমে পুলিশ এই ঘটনা জানতে পেরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
উৎস : নাইম হাসান || কুমিল্লা নিউজ ডেস্ক।
বাংলাদেশ