নওগাঁর মান্দায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার বেলা ১১ টার দিকে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের চারিদিকের সৌন্দর্য বাড়ানো জন্য মাটি ভরাটসহ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি,উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিঞা, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মান্দা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল ওহাব হীরা, যুগ্ম -আহব্বায়ক ইমাজ উদ্দীন মোল্লা ওরফে (মন্টু) সহ কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষকলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।