মোহাইমিনুল ইসলাম ।। ঢাকা:
অাজ রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ এর সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে ক্যাসিনো সম্রাট কে অাটক করেছে র্যাব।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম গনমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তাঁর সঙ্গে থাকা যুবলীগের আরেক নেতা আরমান আলীকেও এ সময় আটক করেছে র্যাব।
চলমান ক্যাসিনো বিরোধী অভিযান এর প্রথম দিন তিনি দৃশ্যামান থাকলে ও তার পর থেকে তিনি ছিলেন ধরা ছোয়ার বাইরে।
পুলিশের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছিল, সম্রাট আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছেন।
গত ২২ সেপ্টেম্বর তার দেশত্যাগে নিষেধাজ্ঞাসংক্রান্ত একটি আদেশ পাঠানো হয়।
র্যাবের এক কর্মকর্তা জানান, সম্রাটকে আটকের পর র্যাব-৩ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মানিলন্ডারিং ও অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।