রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেল ক্রসিং এলাকায় মো. শাহিন হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহিন নাটোর সদরের আমহাটি এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
আড়ানী রেল ক্রসিংয়ের গেটম্যান লায়েব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মালবাহী ট্রেন ঈশ্বরদী থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। ট্রেনটির আসা দেখে ওই সময় নিয়মমাফিক গেট নামিয়ে দেওয়া হয়। চলন্ত ট্রেন এবং গেটে বাঁশ নামানো দেখার পরও আরোহী দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের চাকার ভেতর ঢুকে যায়। এতে মোটরসাইকেল চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
তিনি চাকার নিচে না পড়লেও গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে রামেক হাসপাতালে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান বলে জানান গেটম্যান লায়েব উদ্দিন।
এ বিষয়ে কথা হয় রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবু শাহাদতের সঙ্গে। আইনি প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মোটরসাইকেল আরোহীর নিয়ন্ত্রণহীন গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। এদিকে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারপরও এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।