সম্পর্কিত খবর
পটুয়াখালী সদর উপজেলার লেহালিয়া ইদ্রাকপুর মাদরাসার সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন।
শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাউফল উপজেলার কোনাপুরা এলাকার সেকান্দার সর্দারের ছেলে ৪০ বছর বয়সী মো. এলমাস সরদার ও নুরাইনপুর এলাকার হাফিজুর রহমান মৃধার ছেলে ৪৫ বছরের মো. ইলিয়াস হোসেন বাবলু।
স্থানীয়দের বরাত দিয়ে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, বিকেলে বাউফল থেকে মোটরসাইকেলে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন এলমাস ও ইলিয়াস। সদর উপজেলার লেহালিয়া ইদ্রাকপুর মাদরাসার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।