কুষ্টিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে সুমন আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আশরাফুল ইসলাম নামে এক যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার কোর্ট স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। আটক ২৪ বছর বয়সী সুমন সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী জানান, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টার দিকে কুষ্টিয়ার কোর্ট স্টেশনে এসে থামে। পরে ট্রেনটি স্টেশন ছেড়ে বের হওয়ার মুহূর্তে ডান পাশ থেকে পাথর নিক্ষেপ করতে থাকেন সুমন। এতে ট্রেনের একটি জানালার কাচ ভেঙে যাত্রী আশরাফুল আহত হন। পরে স্থানীয়দের সহায়তা নিয়ে সুমনকে আটক করে মিলপাড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও ট্রেনে থাকা পুলিশ। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।