এশিয়া কাপের আজকের পাকিস্তান ভারতের হাই ভোল্টেজের দুলতে থাকা খেলায় সব চাপ সামলে অবশেষে জয় তুলে নিল ভারত।
শুরুতেই কে এল রাহুলকে ০ রানে ফিরিয়ে দিয়ে ম্যাচ ধরে রাখার সিগনাল দিয়েছিল পাকিস্তান। নাসিম শাহর বলে সরাসরি বোল্ড আইট হন রাহুল। এরপর বিরাট কোহলিকে নিয়ে রোহিত শর্মার প্রতিরোধ সে ধাক্কা সামাল দেয়। তবে তাদের বেশিদূর এগুতে দেননি নওয়াজ। পরপর দুই বলে ফেরালেন ভারতীয় দুই কিংবদন্তি ব্যাটসম্যানকে। আর তাতেই ভারতকে রীতিমতো আটকে দিলেন তিনি।
বিস্তারিত আসছে …