ইবি প্রতিনিধি:
ট্রাকের ধাকায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর এক শিক্ষার্থী আহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষারর্থীরা।
শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আহত শিক্ষার্থী বাংলা বিভাগের প্রথম বর্ষের তাওহীদ। রাস্তা পারাপারের সময় চলন্ত ট্রাক এসে ধাক্কা দিলে হাতে গুরুতর আঘাত পান। পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়।
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগে, বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন সড়কে এরকম মর্মান্তিক ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে পড়েছে। কখনো কারো হাত ভাঙছে, কখনও বা পা। একাধিকবার প্রশাসনকে জানালে আশ্বাস দেয়া হলেও বাস্তবায়িত হয়নি কোন কার্যকরী পদক্ষেপ। এসময় শিক্ষার্থীরা স্পিড ব্রেকার তৈরি, ফুট ওভার ব্রীজ তৈরি, জেব্রা ক্রসিং সহ গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির শফিকুল ইসলাম, আমজাদ হোসেন ও শরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় শিক্ষার্থীদের দাবিগুলো মানার আশ্বাস দিলেও, বিশ্ববিদ্যালয় উপাচার্য এসে আশ্বাস না দেয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে রাত সাড়ে ১০টার দিকে আন্দোলন তুলে নেন সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের দাবির প্রেক্ষিতে উপাচার্য বরাবর আগামীকাল স্মারক লিপি প্রদান করবে। আগামীকাল উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে কথা বলবেন।