ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে মানুষের অজ্ঞতা ও সচেতনা বৃদ্ধি করার লক্ষ্যে গত কুড়িগ্রাম পৌর এলাকায় উদ্বোধন হল “ভূমি জাদুঘর”।
জেলার ভূমি অফিসের প্রাচীন দালানটি নতুনভাবে সংস্কারের মাধ্যমে জাদুঘরটি সাজানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১১ টার দিকে রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম জাদুঘরটি উদ্ধোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।
জাদুঘরটিতে স্থান পেয়েছে প্রাচীন আমল থেকে শুরু হয়ে বর্তমান যুগের পরিবর্তিত ধারার অংশবিশেষ।ফলে নতুন প্রজন্মের সাথে সকল শ্রেণীপেশার মানুষও ভূমি ব্যবস্হাপনার প্রাচীন ও আধুনিক বিষয় সম্পর্কে জানতে পারবে।