পাসপোর্ট ভেরিফিকেশন জটিলতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় শির্ক্ষাথীর আবেগি পোস্ট সমাধান করলো সিএমপি পাসপোর্ট শাখা সিটিএসবি।
বুধবার ( ১১ জানুয়ারি) জাহিদুর ইসলাম ইমন নামক বিশ্ববিদ্যালয় শির্ক্ষাথীর সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের প্রেক্ষিতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
এ নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপি) তাদের ভেরিফাইড ফেসবুক পেইজ পোষ্টে লিখেন, জাহিদুল ইসলাম ইমন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া টগবগে তরুণ। পাসপোর্ট ভেরিফিকেশন কার্যক্রমের সুবাদে পুলিশের সাথে তাঁর কথোপকথন ও কিছুটা ভুল বোঝাবুঝি। এবং এরই ফলশ্রুতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পাবলিক গ্রুপে আবেগি পোস্ট। ঘটনাচক্রে পোস্টটি নজরে আসে ইনচার্জ, পাসপোর্ট শাখা, সিটিএসবি, সিএমপি এর। তারপর তিনি যোগাযোগ করেন ইমনের সাথে। এরপর সেই আপাত সংক্ষুব্ধ তরুণটি প্রাপ্ত পুলিশি-সেবায় মুগ্ধ হয়ে তার অনুভূতি ব্যক্ত করে আরেকটি পোস্ট দেন সেই একই গ্রুপে। এবারে সেবার মান নিয়ে তিনি আপ্লুত ও গর্বিত।
আমরা বলতে চাই, আপনাকে সেবা দিতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। তাই আপাত ভুল ধারণা নিয়ে বসে না থেকে, আমাদের সাথে সরাসরি কথা বলুন এবং আপনাকে সার্বিক সহযোগিতা করার সুযোগ দিন। ধন্যবাদ, প্রিয় মহানগরবাসী।