যৌথ বাহিনীর অভিযানের কারণে বান্দরবানের থানচি সড়কের মিলনছড়ি থেকে পর্যটকদের ফিরিয়ে দিচ্ছেন প্রশাসন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থেকে ওই সড়ক থেকে পর্যটকদের ফেরত পাঠানোর বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার (টুরিস্ট) মো. নকিবুল ইসলাম ।
তিনি বলেন, বিষয়টি শুনেছি। তবে অফিসিয়াল চিঠি এখনো হাতে পাইনি। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।
সংশ্লিষ্ট এবং গণমাধ্যম সূত্রে জানা যায়, বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ির সীমান্তবর্তী রাঙামাটির বিলাইছড়িতে সপ্তাহ ধরে সন্ত্রাস নির্মূলে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী।
এতে বান্দরবান ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ১৭ অক্টোবর (সোমবার) সন্ধ্যা হতে রুমা-রোয়াংছড়ির পর্যটন স্পষ্টগুলো ভ্রমণে নিরুৎসাহিত করে স্থানীয় প্রশাসন।
তবে সকাল থেকে বান্দরবান-থানচি সড়কের মিলনছড়ি পুলিশ ফাঁড়ি এলাকা থেকে পর্যটকদের ফেরত পাঠানো হচ্ছে বলে জানা যায়।
এ বিষয়ে বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম গণমাধ্যম কে জানান, গত কাল রুমা-রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করে প্রশাসন। আজ সকাল থেকে রুমা-থানচি সড়কের মিলনছড়ি এলাকা হতে পর্যটকবাহী সব গাড়ি ফেরত পাঠাচ্ছে প্রশাসন।