সম্পর্কিত খবর
মাস তিনেক আগে চট্টগ্রামে গাঁজাসহ আটক হয়েছিলেন আব্দুর রহিম ও মোহাম্মদ হোসেন। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
গতকাল সোমবার মামলাটির অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। এদিন আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করেন দুই আসামি। এরপরই তাদের ব্যতিক্রমী এক সাজা দেয় আদালত। কারাদণ্ডের পরিবর্তে দুজনকে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার শর্তে প্রবেশনে মুক্তি দেওয়া হয়। চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
চট্টগ্রাম আদালতের এপিপি মোহাম্মদ রায়হাদ চৌধুরী বলেন, সোমবার অভিযোগ গঠনের দিন আদালতে হাজির হয়ে দুই আসামি দোষ স্বীকার করেন। ওই সময় আদালত তাদের এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ও দুই এতিমখানায় দুটি বাংলা অনুবাদসহ কোরআন শরিফ দেওয়ার আদেশ দেয়।
এর আগে, ২৯ জুন তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। চলতি বছরের ২২ মে চট্টগ্রাম নগরের বন্দর থানার পোর্ট কলোনি এলাকা থেকে এক কেজি গাঁজাসহ আটক হয়েছিলেন ওই দুজন।