ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ঢাবির সাবেক শিক্ষকের গাড়ির নিচে এক নারী মোটরসাইকেল আরোহী গুরুতর আহত এবং অবশেষে উক্ত নরীর মৃত্যুর ঘটনা ঘটেছে ।
শুক্রবার (২ ডিসেম্বর) দুপুর ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এ চারুকলার সামনে একটি সাদা স্কারলেট প্রাইভেট কার একটি মোটর সাইকেল কে চাপা দেয়।
প্রত্যক্ষদর্শী রিক্সাচালক শান্ত বলেন, গাড়িটিতে ওই মহিলার কাপড় পেচিয়ে যায় এবং ওই অবস্থায় তাকে গাড়ির নিচে নিয়েই চারুকলার সামনে থেকে প্রাইভেট কারটি রাজু ভাষ্কর্যে মোড় নিয়ে কলাভবনের দিকে আসে এবং ভিসি চত্ত্বর হয়ে নীলক্ষেত মোড় এ সাধারণ জনগণের তোপের মুখে পরে গাড়ি থামাতে বাধ্য হয়।
চালক জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক। তার নাম আজহার জাফর শাহ। গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ক ০৫০০৫৫।
প্রত্যক্ষদর্শী ট্রাফিক পুলিশ কর্মকর্তা মাহবুব আলম জানান, উপস্থিত জনতা গাড়িটি ভাংচুর করেছে এবং ড্রাইভার কে মারধর করেছে। পুলিশ এসে আহত পথচারী এবং গাড়িটির ড্রাইভার উভয় কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় এবং গাড়িটি পুলিশের হেফাজতে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল এর জরুরি বিভাগ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফুলিশ ফাঁড়ির ইনচার্জ মো বাচ্চু মিয়া জানান, পথচারীকে মৃত ঘোষণা করা হয়েছে। মৃত পথচারীর নাম রুবিনা আক্তার (বয়স – ৪৫)। এছাড়া চালকের বর্তমান অবস্থাও মুমূর্ষু।
মৃত নারীর দেবর নুরুল আমিন জানান, তাদের বাসা হাজারীবাগের সেকশন এলাকায়। তেঁজগা থেকে ভাবীকে নিয়ে মোটরসাইকেল যোগে সেকশন এলাকায় আসতেছিল। শাহবাগ মোরে আসলে একটি প্রাইভেটকার পিছন থেকে ধাক্কা দেয়। তখন তার ভাবী প্রাইভেটকারের বাম্পারের সাথে বেজে যায়। এসময় তার ভাবীকে টেনে হিঁচড়ে প্রায় নীলক্ষেত পর্যন্ত নিয়ে যায়। পরে স্থানীয় জনতা গাড়িটিকে আটক করে। এবং তার ভাবিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’