সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে দিলার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দিলার হোসেন একই গ্রামের লিরনুর ছেলে।
মৃত শিশুর স্বজনরা জানান, দিলার হোসেন দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর পাশের একটি পুকুরে তাকে ভেসে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে ভাটিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাটিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম এইচ মান্না বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দিলার হোসেনের মৃত্যু হয়।