ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সোনারগাঁও রোডের অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির উল্টো দিকে জাহিন নিটওয়্যার্স কারখানায় আগুন লাগার খবর পান তারা।
“কারখানা কমপ্লেক্সের তিনটি দোতলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলাগুলোতে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
আগুন লাগার কারণ বা হাতহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।